পূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা; সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

শারদীয় দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপনের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সভায় পুলিশ সুপার রেজাউল করিম, ৫৯ বিজিবি- মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, ৫৩ বিজিবি-চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াডান লিডার মারুফ হোসেন খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ কুমার রায়সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এবার জেলা সম্ভাব্য ১৬০টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপনে সহলের সহযোগিতা কামনা করেন অতিথিবৃন্দ।