পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে হামলার ঘটনায় চার রেঞ্জার্স ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল রাতে পিটিআই’র বিক্ষোভ মিছিল ইসলামাবাদে প্রবেশ করলে শ্রীনগর হাইওয়েতে এই সহিংস ঘটনা ঘটে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ক্রমবর্ধমান নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে। কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীকে পরিস্থিতি অশান্ত করার যেকোনো তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছে, তাদেরকে আন্দোলনকারী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুমতি দিয়েছে, যার মধ্যে দাঙ্গাকারীদের গুলি করার মতো চরম ব্যবস্থা নেওয়ার নির্দেশও রয়েছে।