পাকিস্তানে গ্যাস ট্যাংকারে বিস্ফোরণে নিহত ৬
পাকিস্তানের শিল্প এলাকা মুলতানে গ্যাসভর্তি একটি ট্যাংকারে বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩১ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরবেলায় এলপিজি ট্যাংকারে বিস্ফোরণের কারণে ভয়াবহ আগুন ধরে যায়। এতে ওই অঞ্চলের আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলের আশেপাশে অন্তত ২০টি বাড়ি পুড়ে গেছে। এ ছাড়া আরও ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মুলতানের সিটি পুলিশ অফিসার সাদিক আলি জিও নিউজকে বলেছে, বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে এবং আগুনে গবাদি পশুও পুড়ে মারা গেছে।