পলাতক মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সদর উপজেলায় মাদক মামলায় ৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি সদর উপজেলার রামচন্দ্রপুর চোখাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য ২০১৯ সালে সদর থানায় সেলিম রেজার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরের পর থেকে ৬ বছর যাবৎ তিনি পলাতক ছিলেন। ২০২৪ সালের ৩১ মার্চ তাঁর অনুপস্থিতিতেই মামলার বিচারকার্য সম্পন্ন হয়। এতে আসামিকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন আদালত।