পলশায় সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বিকেলে পলশা আলিম মাদ্রাসা মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র-ছাত্রী কৈশোর কর্মসূচির কিশোর-কিশোরী উন্নয়নের যুবসমাজ কার্যক্রমের যুবরা। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াসের ইউনিট-০১ গোবরাতলা অফিসের ম্যানেজার মোহন কুমার, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিনসহ স্বাস্থ্য পরিদর্শক ও শিক্ষকবৃন্দ। উন্নয়নে যুবসমাজ কার্যক্রমের আওতায় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে নসিপুর ফুটবল দল বনাম চকঝগড়ু ফুটবল দল। খেলায় নসিপুর ফুটবল দল ৫-০ গোলে বিজয় লাভ করে। নসিপুর দলের পক্ষে রিফাত সর্বোচ্চ ৩ গোল দিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।