পরীমণি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি তিনি এখন একজন ব্যবসায়ী। নারী ও শিশুদের জন্য প্রতিষ্ঠিত তার ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’ ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে সবখানে। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব পরীমণি। বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক শাড়িকে ঘিরে নতুন উদ্যোগে নিলেন এই চিত্রনায়িকা। যার ঘোষণা দিলেন ফেসবুকে। ছুড়ে দিলেন ৩০ দিনের এক চ্যালেঞ্জ। ফেসবুকে পরী ঘোষণা দেন, ‘আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ। আসো মনুরা।’ সেই সঙ্গে বিশেষ দ্রষ্টব্য দিয়ে মজা করে তিনি আরও লিখেছেন, ‘যে ফেল করবা, সে সিলেট ঘুরতে নিয়ে যাবা। নায়িকার এই ঘোষণার পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই মন্তব্যে চ্যালেঞ্জ গ্রহণের কথা জানিয়েছেন অভিনেত্রীকে। শাড়ির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই কি এই চ্যালেঞ্জ? নেটিজেনদের মতে, পরীমণির এই উদ্যোগ শাড়ি সংস্কৃতিকে আরও এগিয়ে দেবে।
আমাদের সময়/ এসএ