পরিবর্তনের বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো ভিক্টরি রান

চাঁপাইনবাবগঞ্জে পরিবর্তনের বার্তা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে “ভিক্টরি রান উইথ বুলবুল” শীর্ষক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় ম্যারাথন দৌড়টির সূচনা হয় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের হরিপুর ট্রাক টার্মিনাল থেকে। দৌড়টি বিশ্বরোড, বারোঘরিয়া, রাণীহাটি, সুন্দরপুর ও ইসলামপুর অতিক্রম করে দেবীনগরে শেষ হয়। ম্যারাথনে ৬ হাজার ৫০০ জন তরুণ-যুবক আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করলেও ১০ সহস্রাধিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য স্মারক উপহার হিসেবে আকর্ষণীয় টি-শার্ট প্রদান করা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় শতাধিক প্রতিযোগী পুরো ৩৪ কিলোমিটার দৌড় সম্পন্ন করে দৃঢ় মনোবল ও শারীরিক সক্ষমতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন। চাঁপাইনবাবগঞ্জে সুস্বাস্থ্য, তারুণ্য ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন। এতে অংশগ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।