নির্বাচনে যেখানে বিদ্যুৎ না থাকে সেখানে বিকল্প ব্যবস্থা রাখতে হবে

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যেসব এলাকায় বিদ্যুৎ নেই, সেখানে বিকল্প ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, আগের সময় থেকে আধাঘণ্টা বাড়ানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য কী করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু সুষ্ঠু নয়, একটি ক্রেডিবল ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিই নিচ্ছে সরকার। নির্বাচনের সময় বিদ্যুতের বিষয়ে নির্দেশনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রতিটি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে। এবার ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়-আগে ছিল আটটা থেকে চারটা পর্যন্ত। আধা ঘণ্টা বাড়ায় সূর্যের আলো থাকলেও ভোট গণনা করতে সময় লাগবে। তাই যেসব এলাকায় বিদ্যুৎ নেই সেখানে বিকল্প আলো নিশ্চিত করতে হবে। আর যেখানে বিদ্যুৎ আছে, সেখানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে।

গত শনিবার রংপুরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় করণীয় কী-জানতে চাইলে উপদেষ্টা বলেন, পুলিশ ও র‍্যাবের দুই কর্মকর্তার বাবা–মা হত্যার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এমন ঘটনা বাড়ছে-এমন মন্তব্যে তিনি বলেন, এসব ঘটনা ঘটছে আমি অস্বীকার করি না। তবে নির্বাচন সামনে বলে সব ঘটনা একেবারে বন্ধ হয়ে যাবে, এটাও বলা যায় না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত, সুইচ টিপে সব বন্ধ করে দিতাম। কিন্তু আমার কাছে সে ম্যাজিক নেই।