‘নির্বাচনী প্রতিশ্রুতিগুলো যেন পরবর্তী সময়ে ঠিক থাকে, আর ধোঁকা খেতে চাই না’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টি নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি বলেন, আমাদের দেশের বর্তমান বাস্তবতায় প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষের চাহিদা অনেক। আমি আগেও বলেছি, এখনো বলছি- আমি একজন শিল্পী, কোনো দলের প্রতিনিধি নই। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে এটুকু চাই, নির্বাচনে যেই জিতে আসুক না কেন, তারা যেন আগে জনগণের কথা ভাবেন। নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়েও কথা বলেন তৌসিফ। তার কথায়, নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, নির্বাচন-পরবর্তী সময়ে যেন সেগুলো ঠিক থাকে। প্রতিশ্রুতি রাখা হোক- জনগণ হিসেবে আমাদের চাওয়া আসলে এটুকুই। অতীত অভিজ্ঞতার কথা টেনে তৌসিফ বলেন, আগেও আমরা অনেকবার ধোঁকা খেয়েছি। আর ধোঁকা খেতে চাই না। এই ধোঁকায় পড়ে অনেক মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। কারও কাছ থেকে শুনেছি- বাংলাদেশের ওপর থেকে তাদের মন উঠে গেছে, তাই বিদেশে চলে যেতে চান। এমন কথা তারকাদের মধ্যেও আছে। কিন্তু আমি এসব বিশ্বাস করি না। নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেতা বলেন, আমি জন্মের পর থেকে আমার দেশকে পাগলের মতো ভালোবাসি। অবুঝ বাচ্চাদের মতো এই দেশটাকে ভালোবাসি। মন থেকে বিশ্বাস করি- রাজনীতি হোক বা সংস্কৃতি, একদিন বাংলাদেশ পৃথিবীর বুকে অনেক ভালো জায়গায় পৌঁছাবে।