নিজের আত্মসমালোচনা জরুরি

চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যেভাবে স্বৈরাচার হটিয়েছে ঠিক সেভাবেই বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত, মাদকমুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা তরুণ প্রজন্মের ভাবনাগুলো কাজে লাগানোর কথা তুলে ধরেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নাকিব হাসান তরফদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুমানা আফরোজ। সূচনা বক্তব্য দেন— জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী মুনেম শাহরিয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া তাসনীম সারা, সাবরিদ জাহান মাহিন ও শাহাদাত হোসেন হায়াত।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, পৃথিবী বদলাতে হলে নিজেদের বদলাতে হবে। আর নিজেদের বদলাতে হলে শিক্ষার প্রয়োজন। কারণ, নিজের ভেতরে যদি শিক্ষা না থাকে তাহলে কীভাবে পৃথিবী বদলানো যাবে। তিনি বলেন, অন্যের সমালোচনা করার আগে নিজের আত্মসমালোচনা করা দরকার। এ সময় তিনি বলেন— মাদকের ব্যাপারে তথ্য দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।