নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ

ওপেনার রিস মারিউর পর শেষদিকে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে লড়েন ডিন ফক্সক্রফট। বাকিদের কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক।  ফলে অল্প রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে আনামুল হক বিজয়ের পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কনের দারুণ ধৈর্যশীল ইনিংসে ৭ উইকেটের জয় পায় তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড ‘এ’ দল। ৩৪.৩ ওভারে তারা সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৭ রান। যা তাড়ায় নেমে ৩ উইকেট হারাতে হয় বাংলাদেশকে। তবে অনেক আগেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। নিউজিল্যান্ডের শুরুটা হয় ডেল ফিলিপসকে হারিয়ে। শরিফুল ইসলামের এলবিডব্লিউতে শূন্য রানে বিদায় নেন তিনি। খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে পরের দুজনেও রানের খাতা খুলতে পারেননি। পাঁচে নামা দলের অধিনায়কেরও হয় একই পরিণতি। তবে একপ্রান্ত আগলে লড়ে যাচ্ছিলেন মারিউ। যদিও ৪২ রানের বেশি করতে পারেননি তিনি। শিকার হন তানভির ইসলামের। ব্যাটারদের এমন ব্যর্থতার দিনে জ্বলে ওঠেন আট নম্বরে নামা ফক্সক্রফট। ৬৪ বলে ৪ ছক্কা ও ৬ চারে ৭২ রান করে দলের সংগ্রহ দেড়শর কাছে নিয়ে যান তিনি। বাংলাদেশের হয়ে ৭ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট নেন খালেদ। সমান উইকেট পান তানভিরও। দুটি করে উইকেট নেন শরিফুল ও এবাদত। রান তাড়ায় নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। মোহাম্মদ নাঈম শেখ ১৮ রানে বিদায়ের পর ২৪ রান করে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে তিন নম্বরে নেমে চেষ্টা চালান বিজয়। ৪৫ বলে ৩৮ রান করেন তিনি। বাকি কাজ সারেন অঙ্কন ও নুরুল হাসান সোহান। ৬১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন অঙ্কন। আর ২৬ বলে ২০ রানের ইনিংস খেলেন অধিনায়ক সোহান।