নারী বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের আয়োজন করার কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিকল্প ভেন্যুর কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সম্ভাব্য বিকল্প হিসেবে শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে এবার বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে জিম্বাবুয়েও। আগামী ২০ আগস্ট আইসিসি বোর্ডে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আয়োজন করতে আগ্রহী জিম্বাবুয়ে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে জিম্বাবুয়ে বেশ কিছু বিষয় নিজেদের অনুকূলে দেখছে। ২০১৮ ও ২০২৩ সালে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছে দেশটি। সামনে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা।
তবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০টি দলের মধ্যে নেই জিম্বাবুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত। যদি এই দুই দেশে বিশ্বকাপ আয়োজিত হয় তাহলে সেটি হবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে। অন্তর্বর্তী সরকারের ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে টিকে থাকবে বলে আশা প্রকাশ করেছেন। বিসিবিও আইসিসির কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাড়তি সময় নিয়েছে, যা মঙ্গলবার শেষ হতে চলেছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অস্থিরতার প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বা বাড়তি সতর্কতা আরোপ করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও ভারতের মেয়েদের ক্রিকেট দলের বিশ্বকাপে অংশ নেওয়ার কথা।