নাচোলে স্বেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ইলা মিত্র মঠ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ জনকল্যাণ’র মাসিক সভা ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ জনকল্যাণের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।
আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জনকল্যাণের সভাপতি বদরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মাদকবিরোধী প্রচারকারী সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ, সমাজসেবক হক সাহেব, সদস্য রাফিউল ইসলাম আরো অনেকে।
এ সময় সংগঠনের সদস্যরা সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুবসমাজকে রক্ষা করতে হলে আর আমাদের সুস্থ থাকতে হলে অবশ্যই মাদককে না বলতে হবে। এছাড়া কোনো বাল্যবিয়ে হতে দেওয়া যাবে না। এতে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাবে। মাতৃমৃত্যু হার কমাতে হলে অবশ্যই বাল্যবিয়ে বন্ধ করতে হবে।