নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত
নাচোল উপজেলার আলমপুরে কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় পেঁয়াজ বীজ চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সলেহ আকরাম।
এসময় তিনি বলেন, কৃষক আপনার কষ্ট করছেন বলেই আমরা খাবার পাচ্ছি, কৃষকের কষ্টে অর্জিত হয় ভালো ফসল। তিনি আরো বলেন পেঁয়াজ বীজ ভালো পালন হয়েছে এবার, বৃষ্টি কম হয়েছে। যার ফলে বীজের কোন ক্ষতি হয়নি। কৃষি আবহাওয়ার উপর নির্ভরশীল। রৌদ্রজ্বল আবহাওয়া কৃষির জন্য ভালো। ফসলের জন্য সাদামাছি পোকা ক্ষতিকারক এই মাছি নিজে ফসলের ক্ষতি করে এবং বিভিন্ন রোগের জীবাণু বহন করে। সাদা মাছি দেখা মাত্রই এটাকে নিধন করতে হবে। সলেহ আকরাম বলেন প্রয়াস পেঁয়াজ বীজ চাষে কৃষকদের সহায়তা করছে এটা চমৎকার উদ্যেগ। পেঁয়াজ ছাড়া আমাদের দিনই যায় না প্রত্যেকটা খাবারে পেঁয়াজ দরকার। আমাদেরকে পেঁয়াজ চাষ আরো বাড়াতে হবে। এর জন্য আমাদের ভালো বীজ দরকার, ভালো বীজ উৎপাদন করতে পারলে এটা বিক্রি করার সুবিধা হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ব্যাবিলন এগ্রি সাইন্সিসের সহকারী ব্যবস্থাপক (দক্ষিণ) কৃষিবিদ ইসরাফিল হোসেন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও সিফাত উল্লাহসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।