01713248557

sm@radiomahananda.fm

LIVE

নাচোলে পুলিশের মনোবল ফেরাতে শিক্ষার্থীদের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের মনোবল ফেরাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রবিবার বেলা সাড়ে ১১টায় নাচোল থানা চত্বরে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় করেন।
শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে। পূর্বের সকল জঞ্জাল পরিষ্কার করার সময় এসেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের এখনই সময়।
তারা আরো বলেন, সরকার পতনে দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। মাদক কারবারি, চুরি ও ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এ থেকে বের হতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কদের একসঙ্গে কাজ করতে হবে।
এদিকে শিক্ষার্থীরা সারাদেশের ন্যায় ৬ষ্ঠ দিনেও নাচোল উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনসহ বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রেখেছেন।