নাচোলে নতুন প্রকল্পের অবহিতকরণ সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশিপ ফর ইয়ুথ-লেড বিজনেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে, তাহলেই আমরা দক্ষ জনবল তৈরি করতে পারব। এসডিপি (প্রমিস) জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন আশনার সঞ্চালনায় এসডিপি প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এসডিপির জেলা ব্যবস্থাপক রেশমা খাতুন। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক এসডিপির জেলা ব্যবস্থাপক রেশমা খাতুন, এসডিপি (প্রমিস) অ্যাসোসিয়েট অফিসার মোহসারুন নেসা। সভায় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, সমবায় অফিসার আনিসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ব্র্যাক নাচোল এলাকা ব্যবস্থাপক জিল্লুর রহমান, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুদ্দিন, নাচোল শিল্প বণিক সমিতির আহ্বায়ক আসগার আলী, ব্র্যাকের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।