নাচোলে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি’র সভা অনুষ্ঠিত
নাচোলে উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যববস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার এসওডির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও হেক্স/ইপার এর সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, ডাসকো ফাউন্ডেশন এর থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী তোফাজ্জল হোসেন ও নাচোল ইউনিটের প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান রাফিনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত থ্রাইভ প্রকল্পের কমিটির সদস্যবৃন্দ। নাচোল ইউনিটের প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান রাফিন জানান, নাচোল উপজেলায় ২০২৪ সাল থেকে “থ্রাইভিং থ্রো ইক্যুটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট এন্ড ক্লাইমেন্ট রেজিলিয়েন্স”(থ্রাইভ)প্রকল্প থেকে কাজ করে আসছে। নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কমিটি করে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করে সচেতনা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া আদিবাসীদের জীবন মান উন্নয়নে আর্থিক সহায়তা, গরু, ছাগল, হাঁস মুরগি বিতরণ, যুব প্রশিক্ষণ ও এ্যাডভোকেসী সভা পরিচালনা করা হয়।