নাচোলে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন খাবার ও অর্থ বিতরণ
নাচোলে অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, গৃহ নির্মাণের জন্য অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতি এক বান্ডিল করে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ ৩ হাজার করে অর্থ সহায়তা এবং ১৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পাওয়া এইসব বিতরণের আয়োজন করে নাচোল উপজেলা প্রশাসন। প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন বিদায়ী নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল উদ্দিন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাদেকুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নাচোল উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।