নাচোলে জিপিএ -৫ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নাচোল উপজেলায় আস্থা ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি ও দাখিল ২০২৫ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিশিষ্ট সমাজ সেবক ও নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়াসহ অন্যান্য অতিথি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আস্থা ফাউন্ডেশনের পরিচালক আলী আকবর। আলোচনা শেষে ১০৮ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে রজনী গন্ধা, ক্রেস্ট, প্যাড কলম ও ক্যারিয়ার গাইড লাইন প্রদান করা হয়।