নাচোলে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাচোলে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। আটককৃতরা হলো— মৃত হারুনের ছেলে দানেশ আলী ও তার স্ত্রী তাহেরা বেগম। আজ সকাল সাড়ে ৭টায় উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। সংস্থাটির পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, তারা স্বামী-স্ত্রী নিজ বাড়িতে পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাচোল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।