নাচোলে ইলা মিত্রের ২২তম মৃত্যু বার্ষিকী পালন

নাচোল উপজেলায় ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তীর নেত্রী নাচোলের রানী মা খ্যাত ইলা মিত্রের ২২ তম মৃুত্যবার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে নেজামপুর ইউনিয়নের রাওতাড়া গ্রামে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে ইলা মিত্র স্মরণে প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। রানী ইলা মিত্র স্মৃতি সংসদ সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন গবেষক ও ইলা মিত্রকে নিয়ে নিয়ে লেখা একাধিক গ্রন্থের রচয়িতা আলাউদ্দিন বটু ও লেখক সাজিদ তৌহিদ। মনিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইলা মিত্রের সহযোদ্ধা ও তে-ভাগা আন্দোলনকারী জিল্লুর রহমান,আব্দুস সামাদ মেম্বার ও আমিন কর্মকার, ইলা মিত্র স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক এমএকে জিলানী, সম্জা ও সাংস্কৃতিক সংগঠক ইসরাইল সেন্টু প্রমুখ।
বক্তরা নতুন প্রজন্মের নিকট বিপ্লবী ইলা মিত্র ও তে-ভাগা আন্দোলনের ইতিহাস তুলে ধারার জন্য সংম্লিস্টদের প্রতি আহব্বান জানান। ইলামিত্রের প্রতিকৃতিতে পূষ্পমাল্য দানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর তাঁর স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে রানী ইলা মিত্র স্মৃতি সংসদের পক্ষ থেকে ৫ গুণী ব্যাক্তিকে সম্মননা স্মারক প্রদান করা হয়।