নতুন সদস্যদের বরণ করলো চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাব

চাঁপাইনবাবগঞ্জের সিটি ক্লাবের বাইরে থাকা, নতুন করে ৭ জন সদস্যকে ররণ করা হয়েছে। আজ সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলাউদ্দিন চাইনিজ রেস্টুরেন্টে ফুল দিয়ে তাদের বরণ করা হয়। নতুন ৭ জন সদস্য হলেন— দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম সোহান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এমএ অহাব, নাগরিক টেলিভিশনের ইয়াসির আরাফাত, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল বাশির, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি জাহিদ হাসান মাহমুদ মিম্পা, ও স্টার টিভির মাহমুদুল হাসান তুষার। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সিটি প্রেস ক্লাবের সভাপতি কামাল সুকরানার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রেস ক্লাবের বিভিন্ন বিষয়ে নবাগত সদস্যদের অবহিত করেন। সিটি প্রেস ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিতে করণীয়, চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার বা গোলটেবিল বৈঠকের আয়োজন, বিশেষ দিবসগুলোতে সংগঠনের শতভাগ উপস্থিতি নিশ্চিত, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক মোঃ কামাল উদ্দিন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তার হোসেনসহ অন্যান্যরা।