“নতুন বাংলাদেশ জন্য যুব উৎসব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে “নতুন বাংলাদেশ জন্য যুব উৎসব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মাঠ প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ ফাতেমা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। বাংলা বিভাগের ইন্সট্রাক্টর নূর নবীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ট্রেডের চিফ ইন্সট্রাক্টর, অন্যান্য ইন্সট্রাক্টর, প্রতিষ্ঠানের কর্মচারী এবং শিক্ষার্থীরা। কর্মশালায় শিক্ষার্থীদের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।