নতুন ফরম্যাটে মাঠে গড়াচ্ছে পিএসএল ২০২৬

নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। ২০২৬ সালের ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যার মোট সময়কাল ৩৯ দিন। এবার প্রথমবারের মতো পিএসএলে অংশ নেবে আটটি দল। জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

অনুমোদিত সূচি অনুযায়ী, পিএসএল ২০২৬ অনুষ্ঠিত হবে দুই ধাপে। প্রথম ধাপে থাকবে সিঙ্গেল লিগ পর্ব, যেখানে আটটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দলই লিগ পর্বে সব প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে।

দ্বিতীয় ধাপে টুর্নামেন্ট গড়াবে ‘সুপার ফোর’ কাঠামোতে। এ পর্যায়ে আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। এ ধাপে মোট ম্যাচ হবে ১২টি।

সুপার ফোর শেষে সেরা দুটি দল উঠবে প্লে-অফে। প্লে-অফ পর্বে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্য দিয়েই নির্ধারিত হবে পিএসএল ২০২৬-এর চ্যাম্পিয়ন।

দল সংখ্যা ছয় থেকে আটে বাড়লেও ম্যাচসংখ্যায় বড় কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন ফরম্যাটেও প্রতিটি দল ন্যূনতম ১০টি করে ম্যাচ খেলবে। আগের আসরগুলোর ধারাবাহিকতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসএল ২০২৬-এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের পাঁচটি শহরে— করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও ফয়সালাবাদ। এই প্রথমবারের মতো টুর্নামেন্টের ভেন্যু তালিকায় যুক্ত হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম।

উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে যাত্রা শুরু করে পাকিস্তান সুপার লিগ। ২০১৮ সালে দল সংখ্যা বাড়িয়ে করা হয় ছয়টি। আগামী ১১তম আসরে আরও দুইটি নতুন দল যুক্ত হওয়ায় পিএসএল প্রবেশ করতে যাচ্ছে নতুন এক অধ্যায়ে।