দ্বিতীয় টেস্টে মাইলফলকের দ্বারপ্রান্তে লিটন

 

দীর্ঘ পাঁচ মাসের বিরতির পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি এরই মধ্যে শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজের দ্বিতীয় টেস্টে, ঢাকায় প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। যে কারণে সকল আলোচনা তাকে নিয়েই। তবে মুশফিক একা নন, মাইলফলকের কাছাকাছি আছেন লিটন কুমার দাসও। ষষ্ঠ বাংলাদেশি ব্যাটার হিসেবে তার সামনে রয়েছে টেস্ট ক্যারিয়ারের ৩ হাজার রান স্পর্শ করার সুযোগ। এখন পর্যন্ত ৫১ টেস্টে তার নামের পাশে রয়েছে ২৯২৯ রান। এই সিরিজে ৭১ রান করতে পারলেই ঢুকে যাবেন ৩ হাজারি ক্লাবে। ক্যারিয়ারে ১৮টি অর্ধশতকের পাশাপাশি আছে ৪টি শতকও। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।