দীপিকা গল্প শোনালেন প্রলোভন এড়িয়ে যাওয়ার

 

অভিনয় সাফল্য পেলেও অনেকে প্রলোভনের হাতছানি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি। যার সংখ্যা উদাহরণ তুলে ধরা যায় বলিউড তারকাদের নিয়ে। যাদের অনেকে প্রলোভনে সাড়া দিয়ে ক্যারিয়ারকে ফেলেছেন হুমকির মুখে। তবে সেসব তারকাদের দলে কখনও যোগ দেননি দীপিকা পাড়ুকোন। সে কথা অকপটে স্বীকার করেছেন এই বলিউড সুপারস্টার নিজেই। জানিয়েছেন অনেকের মতো তাঁর কাছেও বড় অঙ্কের অর্থের প্রলোভন এসেছে। কিন্তু নির্দ্বিধায় সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আনন্দবাজার, এইসময়সহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, অভিনয় জগতে পথচলায় নিজস্ব দর্শন ও ক্যারিয়ার ভাবনা নিয়ে এবার মুখ খুলেছেন দীপিকা। যার মধ্য দিয়ে বেশ কিছু বিতর্কের ইতি টেনেছেন এই অভিনেত্রী। কারণ, অভিনয়ের বিষয়ে নির্মাতাদের কাছে আট ঘণ্টা সময় বেঁধে দেওয়া নিয়ে সিনে জগতে যে তর্ক-বিতর্ক শুরু হয়েছিল, তা কিছুতেই থামছিল না। অনেকে কটাক্ষের তীর ছুড়েছেন এই অভিনেত্রীর দিকে। মা হওয়ার পর থেকে এই অভিনয়ে শর্ত বেঁধে দেওয়া নিয়েও এই অভিনেত্রীকে অনেকে নেতিবাচক কথা বলেছেন; যা নিয়ে দীপিকা এতদিন নীরব ছিলেন। কোনো বাগ্বিতণ্ডায় জড়াননি। কিন্তু এবার আর চুপ থাকা শ্রেয় মনে করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘প্রতিটি কাজ শুরুর আগে নির্মাতা ও শিল্পীদের চাওয়া-পাওয়ার বিষয়টি স্পষ্ট হওয়া উচিত, যা কিছুই করুন, সেখানে সততা থাকা চাই। সততার অভাব থাকলে মানিয়ে নেওয়া যায় না।

কিছু সময়ে মানুষ বড় অঙ্কের অর্থের পারিশ্রমিকের প্রস্তাব দিয়ে ভাবে, অর্থের জোরে সবই সম্ভব, তারা যা চাইবে সেটাই হবে। কিন্তু তা বাস্তব নয়। সবার ভাবনার জগৎ এক নয়, অন্তত আমার ক্ষেত্রে সেটি সম্ভব নয়। এমনও হতে পারে, আজ আমি যে সিদ্ধান্ত নিয়েছি, দশ বছর পর আমার কাছে তা অযৌক্তিক মনে হতে পারে। সেখানে অনেক ভুল ধরা পড়তে পারে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমি সেই কাজটি করতে চাই, যা আমার কাছে সঠিক বলে মনে হবে। অভিনয় ক্যারিয়ারে প্রলোভন এড়িয়ে যাওয়ার গল্প শোনাতে গিয়ে দীপিকা আরও বলেছেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি সেই কাজ করার চেষ্টা করে যাচ্ছি, যা করার বিষয়ে মন সায় দিয়েছে। কোন কাজটি করলে আর্থিকভাবে বেশি লাভবান হব– সেই হিসাব-নিকাশ কখনও করিনি।সহজকথায়, টাকার জন্য কখনও নিজেকে বিলিয়ে দেইনি। টাকার পরিবর্তে এমন কোনো কাজ ক্যারিয়ারে করিনি, যেটি আমার আদর্শের সঙ্গে যায় না। বহুবার মোটা টাকার প্রস্তাব পেয়েছি। কিন্তু টাকার কাছে মাথা নত করিনি। টাকার জন্য এমন কোনো চরিত্রে অভিনয় করিনি, ছবিতে যার কোনো ভূমিকা নেই। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না– এই কথা অক্ষরে অক্ষরে মেনে চলি। ব্যক্তিগত জীবন হোক কিংবা ক্যারিয়ার, প্রতিটি সিদ্ধান্তই ভেবেচিন্তে নিয়ে থাকি। অভিনেত্রীর এই কথা থেকে বোঝা যায়, অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে তিনি নিজ সিদ্ধান্তে যেভাবে অনড় ছিলেন, সেভাবে সাহস দেখাতে পেরেছেন বলিউড বাসিন্দাদের হাতে গোনা কয়েকজন। দীপিকার কথায়, নিজের পায়ের তলার মাটি যখন শক্ত হতে শুরু করে, তখন থেকেই আত্মবিশ্বাসও বাড়তে থাকে। ‘অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। অভিজ্ঞতা ছিল বলেই অনেক সিদ্ধান্ত সহজেই নিতে পেরেছেন। মূলত দীপিকার এই আলোচনা শুরু হয়েছিল ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে অভিনেত্রীর বাদ পড়া নিয়ে। দুই সিনেমা থেকে তাঁর সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে বলিউডে যথেষ্ট জলঘোলা হয়েছে। তবু এ নিয়ে বাদ-প্রতিবাদে যাননি অভিনেত্রী। তবে দেরিতে হলেও এবার খোলাসা করলেন, কেন এই সিনেমা দুটি হাতছাড়া করতে এতটুকু দ্বিধা করেননি। তবে ‘স্পিরিট’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা দুটিতে কাজ না করলেও বড় বাজেটের সিনেমায় ডাক পড়তে সময় লাগেনি দীপিকার। আরও একবার শাহরুখ খানের প্রজেক্টে অংশ হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। তাই শিগগিরই বলিউড বাদশাহর ‘কিং’ সিনেমার দেখা মিলবে এই অভিনেত্রীর। এরই মধ্যে ‘কিং’ সিনেমাটি নিয়ে দর্শক-অনুরাগীরা সামাজিক মাধ্যমে তাদের প্রত্যাশার কথাও তুলে ধরা শুরু করেছেন। এখন তাই দেখার অপেক্ষা শাহরুখ-দীপিকার নতুন এই সিনেমা বলিউড বক্স অফিসে কতটা আলোড়ন তোলে।