দক্ষিণ কোরিয়ার কাছে বিটিএস কনসার্ট চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

চার বছর বিরতির পর মঞ্চে ফিরছে দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড দল বিটিএস। কে-পপ ব্যান্ডটির কনসার্টের টিকিট নিয়ে এমন হাহাকার চলছে যে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তার দেশে বিটিএসের কনসার্টের শো আরো বাড়ানোর জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবার (২৬ জানুয়ারি) মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, “আমি কোরিয়ার প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লিখেছি… আমি এখনও উত্তর পাইনি, তবে আশা করি এটি ইতিবাচক হবে।” র বছরের বিরতির পর বিটিএস তাদের ৭৯ দিনের বিশ্ব সফরের অংশ হিসেবে মে মাসে মেক্সিকো সিটিতে তিনটি শো করবে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টিকিট ছাড়ার ৪০ মিনিটেরও কম সময়ের মধ্যে সব শেষ হয়ে গেছে। কিছু ভক্ত টিকিটমাস্টার এবং রিসেলার প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে টিকিটের মূল্য বাড়িয়ে বিক্রির অভিযোগ তুলেছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অফিসিয়াল বিক্রয় মাধ্যম টিকিটমাস্টারে টিকিটের দাম ১ হাজার ৮০০ পেসো থেকে ১৭ হাজার ৮০০ পেসো (১০০ ডলার থেকে ১ হাজার ৩০ ডলার) এর মধ্যে থাকলেও, রয়টার্সের তথ্য অনুযায়ী রিসেল প্ল্যাটফর্মগুলোতে সেগুলো ১১ হাজার ৩০০ থেকে ৯২ হাজার ১০০ পেসোতে বিক্রি হয়েছে। টিকিট প্রক্রিয়ায় ‘অসাধু আচরণের’ জন্য মেক্সিকোর ভোক্তা সুরক্ষা সংস্থা রিসেল প্ল্যাটফর্ম স্টাবহাম ও ভায়াগোগো-কে জরিমানা করেছে। সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট শিনবাউম জানান, প্রায় ১০ লাখ তরুণ-তরুণী বিটিএস কনসার্টের দেড় লাখ টিকিটের জন্য লড়াই করেছে। তিনি বলেন, “বিটিএস ব্যান্ড দলটি মেক্সিকান তরুণদের কাছে খুবই জনপ্রিয়।” স্পটিফাই-এর তথ্যানুযায়ী, মেক্সিকো হলো কে-পপের বিশ্বের পঞ্চম বৃহত্তম বাজার। গত পাঁচ বছরে দেশটিতে এই ঘরানার গানের স্ট্রিমিং ৫০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় কনসার্ট আয়োজক ওসেসা যখন জানায় যে ব্যান্ডের ব্যস্ত সূচির কারণে নতুন শো যোগ করা অসম্ভব, তখন শিনবাউম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং-এর কাছে চিঠি লেখেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ২০২২ সালের জুন মাস থেকে বিটিএস দলগতভাবে কোনো গান প্রকাশ করেনি, কারণ তারা ব্যক্তিগত ক্যারিয়ারে মনোযোগ দিতে বিরতি নিয়েছিল। সাত সদস্যের ব্যান্ড দলটির কামব্যাক ট্যুর আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়াং স্টেডিয়ামে তিন রাতের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে। এরপর এশিয়া, ইউরোপ ও আমেরিকা মাতাতে বৈশ্বিক সফর শুরু করবে বিটিএস। বিলবোর্ডের তথ্যমতে, এই সফরে মার্চেন্ডাইজ, লাইসেন্সিং, অ্যালবাম বিক্রি ও স্ট্রিমিং রাজস্ব থেকে বিটিএস ও তাদের রেকর্ড লেবেল হাইব ১০০ কোটি ডলারেরও বেশি আয় করতে পারে।