তৃতীয়বারের মতো ডোপিংয়ে শীর্ষে ভারত

ডোপিংয়ের মাধ্যমে একপ্রকার প্রতারণার মাধ্যমে সাফল্য পাওয়ার চেষ্টা করেন অনেক খেলোয়াড়রা। তবে এর থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট দেশের কর্মকর্তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেঝেন। এরপরও বিভিন্ন সময়ে ডোপিং কেলেঙ্কারিতে নাম উঠে এসে খেলোয়াড়দের। বছরের শেষে এসে ডোপিং কেলেঙ্কারি দেশের নাম প্রকাশ করেছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)। তালিকায় টানা তৃতীয় বছরের মতো বৈশ্বিক ক্রীড়াঙ্গনে শীর্ষস্থানে উঠে এসেছে ভারতের নাম।

আজ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে এটিকে ভারতের জন্য বিব্রতকর ‘হ্যাটট্রিক’ হিসেবে দেখা হচ্ছে। প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ভারতের ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা) গত বছরের মোট ৭ হাজার ১১৩টি মূত্র ও রক্তের নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে ২৬০টি নমুনায় নিষিদ্ধ পদার্থের উপস্থিতি ধরা পড়ে। এই ফলাফল ভারতের জন্য বড় ধরনের ধাক্কা।

গত বছর ডোপিং কেসের সংখ্যায় শীর্ষে ছিল অ্যাথলেটিক্স (৭৬টি)। এরপর যথাক্রমে ভারোত্তোলন (৪৩টি) এবং কুস্তি (২৯টি)। চলতি বছরের জুলাই মাসে অনূর্ধ্ব-২৩ কুস্তির চ্যাম্পিয়ন এবং প্যারিস অলিম্পিকের কোয়ার্টার-ফাইনালিস্ট রীতিকা হুডা ডোপ টেস্টে পজিটিভ হন এবং তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি মাসের শুরুতে ভারতের ইউনিভার্সিটি গেমসে কিছু ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে মাত্র একজন করে অ্যাথলেট হাজির হওয়ার খবর পাওয়া যায়। বাকি প্রতিযোগীরা অ্যান্টি-ডোপিং কর্মকর্তাদের উপস্থিতির কারণে আগেই মাঠ ছাড়েন বলে ।

২০২৪ সালে ডোপপাপের দিক দিয়ে ভারতের পরেই অবস্থান করছে ফ্রান্স, দেশটিতে ৯১টি পজিটিভ কেস শনাক্ত হয়েছে। ৮৫টি কেস নিয়ে ইতালি তৃতীয়। এরপর রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র, উভয় দেশেরই ৭৬টি করে কেস। তাদের পরেই রয়েছে জার্মানি (৫৪টি) এবং চীন (৪৩টি)।

প্রতিবেদন প্রকাশের পর ডোপিংবিরোধী কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে নাডা। সংস্থাটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে অ্যান্টি-ডোপিং কাঠামো উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করা হয়েছে। ক্রীড়াঙ্গনে ডোপিংয়ের এই অভিশাপ মোকাবিলায় নাডা ইন্ডিয়া শুধু পরীক্ষার সংখ্যা বাড়ায়নি, পাশাপাশি শিক্ষা ও সচেতনতার ওপরও জোর দিয়েছে।

নাডা জানায়, চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ হাজার ৬৮টি পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১১০টি পজিটিভ কেস পাওয়া গেছে।