তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন
আমিরাতের তীব্র গরমের কারণে এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ এর ম্যাচ সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আয়োজকদের দেওয়া নতুন সূচি অনুযায়ী মোট ১৯ ম্যাচের মধ্যে ১৮টিই শুরু হবে আধাঘণ্টা দেরিতে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অর্থাৎ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে ব্যতিক্রম থাকবে মাত্র একটি ম্যাচ। ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে অনুষ্ঠিতব্য সংযুক্ত আরব আমিরাত ও ওমানের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের হাইভোল্টেজ এর ম্যাচ। ভারত তাদের টুর্নামেন্ট শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে গ্রুপপর্ব শেষ করবে টাইগাররা।