তাইজুলের ঘূর্ণিতে শেষ বিকেলে ‘স্বপ্নের শুরু’
ম্যাথু ব্রিটজক ভেবছিলেন আগের মতো বল বেরিয়ে যাবে। ভুলটা করলেন বল ছেড়ে দিয়ে। তাইজুল ইসলামের অফ স্ট্যাম্পে পিচ করা বল ভেঙ্গে দেয় ব্রিটজকের উইকেট। তাইজুল যেন ডানা মেলে উড়ছেন। সাকিব আল হাসানের কীর্তি ভেঙে দ্রুততম দুই’শ উইকেট, সঙ্গে শেষ বিকেলে তার ঘূর্ণিতে কম রান করেও জয়ের স্বপ্ন দেখা শুরু। তাইজুলতো উড়তেই চাইবেন! সতীর্থ মুশফিকুর রহিম এসে কলার উঁচিয়ে দিলেন। কীর্তি বলে কথা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন শেষে তাইজুলের জাদুতে কিছুটা হলেও চাপ কমেছে বাংলাদেশের। দিনশেষে প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৬ উইকেটে ১৪১ রান। বাংলাদেশের সামনে লিড ৩৪ রান। এই লিড যত কম হবে স্বাগতিক শিবিরের জয়ের স্বপ্ন তত বড় হবে। বাংলাদেশ টস জিতে ব্যাটিং করতে নেমে অলআউট হয় মাত্র ১০৬ রানে। যা শের-ই-বাংলায় দ্বিতীয় সর্বনিম্ন।