ডাকসু ও হল সংসদ নির্বাচনে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাচিত শিক্ষার্থীদের ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের আর সি মজুমদার অডিটরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. এ. এন. এম. হামিদুল কবির, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. সফিউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের প্রধান প্রকৌশলী ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ঢাকা ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম। নির্বাচিত চার প্রতিনিধি হচ্ছেন কুররাতুল আইন কানিজ, সহসভাপতি (ভিপি), বেগম শামসুন্নাহার হল, তাজকিরুল ইসলাম, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, আশিক বিল্লাহ, সাধারণ সম্পাদক, বিজয় একাত্তর হল ও নাফিসা সামিহা মায়িশা, কার্যকরী সদস্য, সুফিয়া কামাল হল।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সহসভাপতি ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন মাসুম, আনোয়ার শোয়েব, মাহফুজ আহমেদ, আশফাকুল আশেকীন, হযরত আলী, তাসলিমা খাতুনসহ অন্যরা। প্রধান অতিথি প্রফেসর ড. আতাউর রহমান বিশ্বাস বলেন, আমরা কোনো দলের নই। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমাদের পরিচয় আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করি।