01713248557

টাস্কফোর্সের অভিযানে বালুগ্রাম মোড়ে ৩টি দোকানে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিকরণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার বালুগ্রাম মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে খাবার হোটেল, চাল, ডিমের আড়ত, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা বাজারে এই অভিযান চালানো হয়।
এসময় বালুগ্রাম মোড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রেখে বিক্রি, পরিষ্কার-পরিচ্ছন্ন ও লাইসেন্স না থাকায় ভাই ভাই হোটেলকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা টাঙানো ও লাইসন্সে না থাকায় ইসলাম মুদি দোকানকে ২ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় জুবায়ের আদর্শ ডিমের আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এইসব ব্যবসা প্রতিষ্ঠানে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী পৃথক ৩টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয় বলে টাস্কফোর্স সূত্র জানায়। এছাড়াও বিভিন্ন বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়-চাঁপাইনবাবগঞ্জের এক্সপার্ট কিউরার মোহা. শহীদুল ইসলাম, জেলা ক্যাবের সেক্রেটারি আব্দুর রহিম, শিক্ষার্থী প্রতিনিধি সাব্বির হোসেন, আহমেদ ইমতিয়াজ পারভেজ ও শাকির আহমেদ।