টানা দুই ম্যাচ জিতলেও বাদ পড়ার শঙ্কা ব্রাজিলের
আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। এর পর টানা দুই ম্যাচে জিতেছে বটে, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে হারের ক্ষত এখনো পোঁড়াচ্ছে সেলেসাওদের। শঙ্কা রয়েছে টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার। আজ ইকুয়েডরকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলকে ২৫ মিনিটে লিড এন দেয় ইয়াগো। ২৬ ও বিরতির আগে জোড়া গোল করেন দেইভিদ ওয়াশিংটন। ৭৬ ও ৮৪ মিনিটে দুই গোল শোধ করে ইকুয়েডর। আর তাতেই পূর্ণ ৩ পয়েন্ট পায় ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছিল সেলেসাওরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিনে অবস্থান করছে নেইমারের উত্তরসূরীরা। তবে এখনো নিশ্চিত হয়নি তাদের ফাইনাল স্টেজ।