01713248557

জুনিয়র এনটিআরকে ভীষণ ভয় পাচ্ছিলাম: আলিয়া

‘বাহুবলি’ সিনেমা খ্যাত পরিচালক এস এস রাজামৌলি। তার নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর। সিনেমাটির সীতা চরিত্র রূপায়ন করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২০২২ সালের ২৫ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পায় ‘ট্রিপল আর’। বক্স অফিসে যেমন ঝড় তুলেছিল, তেমনি অস্কার পুরস্কারও লাভ করে এ সিনেমার ‘নাটু নাটু’ গানটি। সিনেমাটি মুক্তির পর কেটে গেছে দুই বছরের বেশি সময়। দীর্ঘ দিন পর এ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন আলিয়া। এ-ও জানালেন, জুনিয়র এনটিআরকে নিয়ে ভয়ে ছিলেন তিনি। এক চ্যাট শোয়ে স্মৃতিচারণ করে আলিয়া ভাট বলেন, ‘আমি জুনিয়র এনটিআরের তারকা খ্যাতির বিষয়ে আগেই শুনেছিলাম। স্বাভাবিকভাবে, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। মনে করেছিলাম, এক বছর রিহার্সেল করেছি, সেটে যাব হাঁটব এবং সব ভুলে যাব। কিন্তু আমি যা কল্পনা করেছিলাম, তার বিপরীতটা ঘটেছিল। কারণ সে ভয় দেখানোর মতো কিছু করেনি। বরং সে খুবই সহায়ক মানুষ। আমি খুব নার্ভাস ছিলাম। কিন্তু সে আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করিয়েছে। একজন অভিনেতা হিসেবে তার যে বিষয়টি আমার পছন্দ, তা হলো— তার সম্পর্কে আগে থেকে কিছু বলা মুশকিল।’