জায়েদ খানের গোপন সংসার যুক্তরাষ্ট্রে?
ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে জায়েদ খানকে ব্যস্ত দেখা গেলেও তা এখন কেবলই অতীত। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এখনো সেখানেই বসবাস করছেন এই নায়ক।
এদিকে, গুঞ্জন উড়ছে মার্কিন মুলুকে বিয়ে করেছেন জায়েদ খান। কনে মার্কিন নাগরিক। আর সেখানে গোপনে সংসার পেতেছেন তারা। এ নিয়ে নানা ধরনের চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। সত্যি কী বিয়ে করেছেন জায়েদ খান?
সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জায়েদ খান। নিউ ইয়র্ক থেকে একটি গণমাধ্যমে এ নায়ক বলেন, “আমাকে নিয়ে মানুষের কিছু একটা মজা করতে হবে, তাই এমন গুজব ছড়িয়ে দিয়েছে।”
কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা জানিয়ে জায়েদ খান বলেন, “আরে আমি এখানে রয়েছি, ব্যস্ত সময় কাটাচ্ছি। এখানে এসে নতুন কিছু প্রজেক্টের কাজ করছি। আর নিজেকে সময় দিচ্ছি। শিগগিরই সব দেখতে পারবেন।”
অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত শোয়ে পারফর্ম করছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে সেলিব্রেটিদের নিয়ে টক শো উপস্থাপনা করছেন।
জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। গত বছরের শুরুতে মুক্তি পায় এটি। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, পাপিয়া মাহি প্রমুখ।