জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নিকা- বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর : সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র। বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মাহতাব উদ্দিনসহ অন্যরা।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিনির্বাপক মহড়া অুনষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব। এছাড়াও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রকল্প বাস্তবায়নের কার্য-সহকারী শাহিন রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিস কর্মী এবং ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া প্রদর্শন করেন নাচোল ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার এমদাদুল হক।
এছাড়া সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলাতেও দিবসটি পালন করা হয়।