‘জাগো নারী বহ্নিশিখা’র ফারুকা সভাপতি মনোয়ারা সম্পাদক 

চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি রেস্তোরাঁয় আজ দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফারুকা বেগমকে সভাপতি ও মনোয়ারা খাতুনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। ফারুকা বেগমের সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় সংগঠনটির প্রয়াত সদস্য গৌরী চন্দ সিতুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বার্ষিক কার্যক্রম ও আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা বিলকিস চৌধুরী, শফিকুল আলম ভোতা, আনোয়ার হোসেন, সহসভাপতি মনসুরা বেগম, সহসাধারণ সম্পাদক ছবি রানী সাহা, সদস্য তানজিমা মনিম ইলোরা, লিপি রানী সাহা, কুমকুম খাতুনসহ অন্যরা।
বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদসহ পথিকৃৎ নারীদের স্মরণ, ঈদে ও পূজায় দুস্থ নারীদের সহায়তা করে অঅসছে। এই সংগঠন এমন কাজের ধারাবাহিকতা বজায় রাখবে, এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।