জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাগঞ্জে। আজ সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগের সহায়তায় জেলায় এই টিকাদান কর্মসূচি শতভাগ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.এস.এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ ওরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুর আজিম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম সহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা, বিদ্যালয়টির শিক্ষকগণ সহ অনান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন। সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ জানান, আগামী ২৪ নভেম্বর পর্যন্ত জেলায় এ কার্যক্রম চলবে। জেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী ৮৯ হাজার ৬৯১ জন কিশোরিকে এইচপিভি টিকা দেয়া হবে । পঞ্চম থেকে নবম শ্রেনীর ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন,সরকারি ছুটির দিন ব্যাতীত ১৮ দিনের এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা ৭ নভেম্বর পর্যন্ত টিকা নিতে পারবে। পরবর্তীতে ২৪ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে অস্থায়ী ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা পাবেন কিশোরীরা। টিকা কার্যদিবসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। গত বুধবার দুপুর পর্যন্ত রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে ২১ হাজার ৪৯০ জন কিশোরির। জেলায় ৭৩৮টি প্রাথমিক বিদ্যালয়, ২৮৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৯২টি কেজি স্কুল, ৯০টি প্রাথমিক মাদ্রাসা এবং ১৫২টি মাধ্যমিক মাদ্রাসায় এইচপিভি টিকা দেয়া হবে।