জয়রথ চলছেই, আগামী ৮ বছরেও প্রতিপক্ষদের সতর্কবার্তা কোহলির
আইসিসির বড় আসরগুলোতে ধারাবাহিক সাফল্যের ধারায় রয়েছে ভারত। গত ১৫ বছরে চারটি আইসিসি ট্রফি জয় সেই ধারাবাহিকতারই প্রমাণ। গতকাল দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর এক বছরেরও কম সময়ে দুটি বড় ট্রফি জিতে অনন্য কীর্তি গড়ল রোহিত শর্মার দল। অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে তরুণ ক্রিকেটারদের দারুণ সমন্বয় ভারতকে আরও শক্তিশালী করে তুলছে। ব্যাট হাতে শুভমান গিল, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল নিজেদের দায়িত্ব নেওয়া শিখে গেছেন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অন্যতম প্রধান অস্ত্র জসপ্রিত বুমরাহকে ছাড়াই খেলতে নেমেছিল ভারত, তবে তরুণ বোলাররা তার অভাব বুঝতেই দেননি।
অভিজ্ঞতার শেষ পর্যায়ে থাকা বিরাট কোহলিও ভারতীয় দলের এই অগ্রগতিতে খুশি। জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা থাকলেও তরুণদের পারফরম্যান্স দেখে স্বস্তিতে আছেন তিনি। কোহলি বলেন, “যখন আপনি ছাড়তে চান, তখন চেষ্টা করেন দলকে ভালো অবস্থানে রেখে যাওয়ার। আমাদের দলের ভবিষ্যৎ ভালো হাতে রয়েছে। আগামী ৮ থেকে ১০ বছর ক্রিকেট শাসনের জন্য আমরা প্রস্তুত।” ট্রফি জয়ের পর প্রতিক্রিয়ায় কোহলি জানান, “কঠিন অস্ট্রেলিয়া সফরের পর আমরা চেয়েছিলাম ঘুরে দাঁড়াতে। বড় টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছি, এবং শেষ পর্যন্ত তা সফল হয়েছে। দলের প্রতিটি ক্রিকেটার ম্যাচের দায়িত্ব নিচ্ছে, যা আমাদের শক্তি বাড়াচ্ছে।”
শিরোপা জয়ের পর প্রতিপক্ষ নিউজিল্যান্ডের প্রশংসাও করেছেন কোহলি। তিনি বলেন, “নিউজিল্যান্ড দারুণ একটি দল। তারা প্রতিবার বড় মঞ্চে পরিকল্পনা নিয়ে নামে এবং সেটিকে কার্যকর করতে অসাধারণ দক্ষতা দেখায়। বিশ্বের খুব কম দলই এত নিখুঁতভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে।” বিশ্ব ক্রিকেটে ভারতের জয়রথ চলছেই। সামনের দিনগুলোতেও এই আধিপত্য ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন কোহলি।