ছুটির দিনে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
ঢাকার বাতাসের মানে ছুটির দিনেও কোনো উন্নতি নেই। এই শহরের বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় বেশির ভাগ সময়ই শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে ঢাকা। আজ সকাল ৯ টা নাগাদ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৩৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই সময়ে, ৭২২ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ইরাকের রাজধানী বাগদাদ। এছাড়াও একই তালিকায় ৩৬০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। তৃতীয় অবস্থানে থাকা সৌদি আরবের রাজধানী রিয়াদের স্কোর ২৩৮ এবং রাজধানী ঢাকা ১৩৪ স্কোর নিয়ে ১২তম অবস্থানে রয়েছে।