ছত্রাজিতপুরে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত
শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ফাজিল (স্নাতক) মাদরাসায় বিশ্ব আরবি ভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়। ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার উদ্যোগে “আরবি ভাষার জন্য উদ্ভাবনী পথ : আরো অন্তর্ভুক্তিমূলক ভাষাগত ভবিষ্যতের জন্য নীতিমালা ও চর্চা” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসাটির অধ্যক্ষ মো. এনামুল হক। এসময় শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আরবি ভাষা শুধু একটি ধর্মীয় ভাষাই নয়, বরং এটি বিশ্বসভ্যতা, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের এক গুরুত্বপূর্ণ বাহক। আধুনিক যুগে আরবি ভাষার বিকাশ ও প্রসারে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি গ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক ভাষানীতি প্রণয়ন অত্যন্ত জরুরি। বক্তারা আরবি ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণের দাবি জানান।