চোট পেয়ে লম্বা সময় মাঠের বাইরে স্টোকস

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ইনজুরিতে পড়ায় অন্তত ৩ মাস থাকবেন মাঠের বাইরে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে গিয়ে পুরোনো চোট নতুন করে পেয়ে বসেন তিনি। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর জানায়, বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে স্টোকসের। বিবৃতিতে ইসিবি জানায়, আগামী মাসে অস্ত্রোপচার করাতে হবে স্টোকসের। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। এর আগে একই চোটে পড়েছিলেন স্টোকস; গত আগস্ট মাসে দ্য হান্ড্রেড খেলতে গিয়ে। সেবার দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। পরে পাকিস্তান সফরে দলের সঙ্গী হন আবার। তবে এবার পুনর্বাসনের সময়টা আরও লম্বা হতে যাচ্ছে ইংলিশ এই অধিনায়কের।