চারঘাটে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ১

রাজশাহী চারঘাট উপজেলার হলিদাগাছী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস অবৈধ মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৫। আটক ব্যক্তি রাজশাহীর কাটাখালী টাঙ্গন এলাকার রেজাউল করিমের ছেলে মিজান আলী। আজ র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার হলিদাগাছী বাজারে অভিযান চালায়। এসময় সন্দেজনক ব্যক্তির শপিং ব্যাগ তল্লাশী করে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। এঘটনায়  চারঘাট থানায় মাদক আইনে মামলা দায়েল করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।