চাঁপাইনবাবঞ্জে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে সনাতন ধর্মীয় পবিত্র গ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের রামসীতা মন্দিরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখা এই অনুষ্ঠান আয়োজন করে। প্রতিযোগিতায় ক গ্রুপে তৃতীয় থেকে ৭ম শ্রেণী পর্যন্ত এবং খ গ্রুপে ৮ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক। বক্তব্য দেন পুজা উদযাপন পরিষদ সহ-সভাপতি সুদর্শণ ঘোষ, সাদারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, সদর উপজেলা সভাপতি স্বপন ঘোষ, পৌর সাধারণ সম্পাদক অজিত দাস, দিপক কুমার ঘোষসহ অন্যরা। আলোচকরা শিশু পর্যায় থেকে ধর্ম শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস গোস্বামী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি রানা প্রতাপ আচার্য ও রামসীতা মন্দিরের পুরোহিত সমিত চট্রোপাধ্যায়। দুুপুরে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানানো হয় দুটি গ্রুপের প্রথম স্থান অধিকারীরা সামনে জানুয়ারী মাসে রাজশাহীতে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিবে।