চাঁপাইনবাবঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলায় প্রাইভেট কারে বহনকালে র‌্যাবের অভিযানে ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজাসহ আহাম্মদ আলী নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি হবিগঞ্জের চারিনাও উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। র‌্যাব জানায়, গত গতকাল সকালে সুন্দরপুর ইউনিয়নের মোল্লান চৌরাস্তা মোড় এলাকায় পাকা সড়কের উপর অভিযান চালিয়ে গাঁজাসহ আহাম্মদকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ ডিসেম্বর দুই ব্যাক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে প্রাইভেট কার যোগে চাঁপাইনবাবগঞ্জ রওনা হবার গোপন খবর পাবার পর মোল্লান মোড় এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে র‌্যাব। ওই চেকপোষ্টে প্রাইভেট কার তল্লাশী করে গাঁজাসহ আহাম্মদকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানায়, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।