চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মাঠে থাকবে ১৫ প্লাটুন বিজিবি ব্যবহার হবে বডি-ওর্ন ক্যামেরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চাঁপাইনবাবগঞ্জে জোরেশোরে মাঠে নামবে বিজিবি। জেলার ৩টি সংসদীয় আসনের ৫টি উপজেলায় ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিটও। রবিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য জানান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫৩ বিজিবির প্রস্তুতি তুলে ধরতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
৫৩ বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কাজী মুস্তাফিজুর রহমান জানান, চাঁপাইনবাগঞ্জ-১ আসনে শিবগঞ্জ উপজেলায় ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের অধীন ভোলাহাট উপজেলায় ৪ প্লাটুন, নাচোলে ২ প্লাটুন ও গোমস্তাপুর উপজেলায় ২ প্লাটুনসহ মোট ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে অর্থাৎ সদর উপজেলায় ১ প্লাটুন রিজার্ভসহ ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। এই দুটি ব্যাটালিয়নের মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। পাশাপাশি নাটোর জেলার ৭টি উপজেলায় ৫৩ বিজিবির ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।
কাজী মুস্তাফিজুর রহমান আরো বলেন— এছাড়া সারাদেশের সবগুলো আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স কিউআরএফ সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।
বিজিবির এই কর্মকর্তা আরো বলেন— বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন— নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে বিজিবি। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এ বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ, শান্তিতে ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সচতেনতামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরো উৎসাহিত হয়।
কাজী মুস্তাফিজুর রহমান বলেন— এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। এ প্রেক্ষিতে নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার কিছু বিওপিতে জনবল বৃদ্ধি করে বডি-ওর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর ও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী ১৯টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।