চাঁপাইনবাবগঞ্জে ৮ ঘন্টা বন্ধের পর চালু আমনুরা জংশন

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন স্টেশনের প্রবেশমুখে তেলবাহী একটি ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যূত হওয়ার ঘটনায় প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল দুপুর ১২টা ৩৫ মিনিটে খুলনা থেকে আসা আমনুরায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস ওয়েল বহনকারী একটি ট্রেনের দুটি ওয়াগন স্টেশনের প্রায় আধা কিলোমিটার আগে লাইনচ্যূত হয়। এতে আমনুরা-রহনপুর রুটের সব ধরণের ট্রেন বন্ধ হয়ে যায়। ঘটনার পর বিকেল ৫টার দিকে ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেনের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ২০ মিনিটে ওয়াগন দুটি উদ্ধার করা হয়। এতে আমনুরা-রহনপুর রুটে সকল ধরনের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। দুর্ঘটনায় কোনো হতাহত বা তেল লিকেজের ঘটনা ঘটেনি। তবে এ সময় ডাউন কমিউটার ও ১টি লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আমনুরা জংশন মাষ্টার হাসিবুল হাসান জানান, লাইনের যান্ত্রিক ত্রুটিকে প্রাথমিকভাবে কারণ হিসেবে ধরা হচ্ছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে আমনূরা জংশন হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকলেও চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন থেকে আমনুরা বাইপাস ষ্টেশন হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।