চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে মাসকলাই বীজ ও সার বিতরণ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন একটি পৌরসভার ২ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক পাচ্ছেন মাসকলাই প্রণোদনার বীজ ও রাসায়নিক সার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২ হাজার কৃষকের প্রতি জনকে দেয়া হচ্ছে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার। আজ সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামান। এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর আলম, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার আব্দুল আলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।