01713248557

sm@radiomahananda.fm

LIVE

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেলে জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রাহশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান।
বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন- বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান পৃথিবী বদলাতে ভূমিকা রাখছেন তরুণ উদ্যোক্তারাই। আর এ তরুণ উদ্যোক্তাদের প্রমোট করছে বিসিক। ইকো ফ্রেন্ডলি বা মাদকমুক্ত ব্যবসা। বিসিক যুবকদের প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। আশা করি, এই মেলা তরুণ উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় মোট ৫০টি স্টল রয়েছে।