চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ৯৫ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় মিলন বাবু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদেন্ডর আদেশ দেয়া হয়েছে। আজ বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন। দন্ডিত মিলন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুরের যুক্ত রাধাকান্তপুর বহলাবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২০ সালের ৩১ ডিসেম্বর বিকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়া বোলতলা মোড় এলাকা থেকে ৯৫ গ্রাম হেরোইনসহ আটক হয় মিলন। এঘটনায় পরদিন ২০২১ সালের ১ জানুয়রী শিবগঞ্জ থানায় মিলনকে একমাত্র আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। ২০২১ সালের ৩১ জানুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) জুয়েল ইসলাম একমাত্র মিলনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ পলাতক মিলনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষনা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.আব্দুর রাজ্জাক।